চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে মইন উল বারী ওরফে জুয়েল (৪৮) নামে একজন আয়কর আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বালুবাগান মহল্লার ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০ টায় নিজ বাড়ির ভেতর থেকে আটকানো শয়নকক্ষের দরজা ভেঙে ওই আইনজীবীর মরদেহ উদ্ধার করে সিআইডির ক্রাইমসিন ইউনিট। প্রাথমিকভাবে মরদেহটি ৩/৪ দিন আগের বলে ধারণা করা হচ্ছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, আজ বৃহস্পতিবার (৮ মে) ভোররাতের দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর বাড়িটি নজরদারিতে রাখা হয়। সকাল সাড়ে ১০ টায় ক্রাইমসিন ইউনিট কাজ শুরু করে খাটের ওপর শোয়া মরদেহটি উদ্ধার করে এবং আলামত সংগ্রহ করে। ওসি আরও বলেন, পূর্বে জুয়েল ঢাকায় প্রাকটিস করতেন। তার একটি মেয়ে রয়েছে। মেয়ের সাথে জুয়েলের তেমন যোগাযোগ ছিল না। প্রায় ১৪ বছর পূর্বে স্ত্রীর সাথেও জুয়েলের ছাড়াছাড়ি হয়। এরপর থেকে তিনি ওই বাড়িতে একাই থাকতেন।
আরও পড়ুনজুয়েলের স্বজনদের বরাতে ওসি আরও বলেন, জুয়েল কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন। তার হৃদরোগেরও সমস্যা ছিল। এ সংক্রান্ত চিকিৎসকদের কিছু কাগজপত্রও পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে জুয়েল মারা যেয়ে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
মন্তব্য করুন