স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম
পাক-ভারত যুদ্ধে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : ভারত-পাকিস্তান যুদ্ধে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে কোন প্রভাব পড়েনি। ফলে পূর্বের ন্যায় স্বাভাবিক রয়েছে বন্দরের কার্যক্রম। সেই সাথে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার। খাগড়াছড়ি, কুড়িগ্রামসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) পুশইন ঘটালেও হিলি সীমান্তে এখন পর্যন্ত কোন পুশইনের কোন ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে বিজিবি। তবে সীমান্তে পুশইন ঠেকাতে বাড়তি নজরদারির পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছেন সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম জানান, গত মঙ্গলবার দিবাগত রাত থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। দু’দেশের মধ্যে এমন ঘটনা ঘটলেও পরদিন গত বুধবার সকাল থেকে যথারীতি হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। প্রতিদিন ৪০-৫০ গাড়ি পণ্য আমদানি- রপ্তানি হয়ে থাকে। সেই ধারা অব্যাহত রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম জানান, ভারত-পাকিস্তান যুদ্ধের কোন প্রভাব পড়েনি চেকপোস্টে। যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। গত দুইদিনে ২৮২ জন পাসপোর্ট ধারী যাত্রী আসা-যাওয়া করেছে।
এখন পর্যন্ত সীমান্তে পুশইনের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আরিফুদ দৌল্লা জানান, সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে দায়িত্বরত বিজিবি সদস্য।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1763051889.jpg)
_medium_1763051300.jpg)
_medium_1763049843.jpg)





_medium_1763046599.jpg)
