ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৮ মে, ২০২৫, ০৯:৫২ রাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূকে হত্যা শাশুড়ি ও ননদ গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূকে হত্যা শাশুড়ি ও ননদ গ্রেফতার, প্রতীকী ছবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বড় ভৈরব গ্রামে যৌতুকের জন্য হৃদয় হোসেন বকুল তার সদ্যবিবাহিত স্ত্রী রাবেয়া খাতুনকে (১৯) হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যাকান্ডে স্বামীকে সহযোগিতা করে তার মা বুলবুলি খাতুন ও বোন সুমনা। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। রাবেয়া খাতুনকে হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার জন্য তার মরদেহ ঘরের তীরের সাথে ফাঁসির মতো করে ঝুলিয়ে রাখা হয়। উল্লাপাড়া মডেল থানা পুলিশ আজ বৃহস্পতিবার রাবেয়ার শাশুড়ি ও ননদকে গ্রেফতার করেছে। স্বামী ও তার পরিবারের অপর লোকজন পালিয়ে গেছে। রাবেয়া খাতুন উল্লাপাড়া উপজেলার এলংজানি গ্রামের রুহুল আমিনের মেয়ে। তিন মাস আগে খলিল হোসেন ওরফে লোহা খলিলের ছেলে হৃদয় হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।

এ ব্যাপারে নিহত গৃহবধূ রাবেয়া খাতুনের বাবা রুহুল আমিন উল্লাপাড়া মডেল থানায় দেওয়া হত্যা মামলায় অভিযোগে বলেন, তিন মাস আগে তার মেয়ের সঙ্গে হৃদয় হোসেনের বিয়ে হয়। বিয়ের সময় বর পক্ষ ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। এতো টাকা দেওয়া সম্ভব নয় বলে তখন তারা জানান। বিয়ের আসরে ২ লাখ টাকা দেওয়া হয়। বিয়ের পর থেকে বাকি টাকার জন্য ব্যাপক চাপ সৃষ্টি করে স্বামী ও তার স্বজনরা। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো। হৃদয় স্ত্রীর ওপর নির্যাতন করত। অবশেষে গত বুধবার রাতে হৃদয় তার মা, বোন ও স্বজনদের সহযোগিতায় রাবেয়াকে হত্যা করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। এরপর মৃত্যুর ঘটনাকে ভিন্নখাতে নেয়ার জন্য রাবেয়ার মরদেহ ঘরের তীরের সঙ্গে ঝুঁলিয়ে রাখে হত্যাকারীরা।

আরও পড়ুন

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ আজ রাবেয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে রাবেয়ার বাবা রুহুল আমিন বাদি হয়ে স্বামী হৃদয় হোসেন বকুল, শাশুড়ি বুলবুলি খাতুন, ননদ সুমনাসহ মোট আটজনের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে শাশুড়ি ও ননদকে গ্রেফতার করেছে। ঘটনার পরই স্বামী পালিয়ে যায়। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কীভাবে রাবেয়াকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন এনসিপির আরেক নেতা

খালেদা জিয়ার প্রয়াণে অঝোরে কাঁদলেন মনির খান

খিলগাঁও ফ্লাইওভারে কাভারভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

স্পেনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

দিপু হত্যার ঘটনায় গ্রেফতার আরও এক আসামি