স্বরাষ্ট্র উপদেষ্টা
আব্দুল হামিদ পালানোর সঙ্গে জড়িতদের শাস্তি দিতে না পারলে পদত্যাগ করব
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পালিয়ে যাওয়া ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
বৃহস্পতিবার (৮ মে) দিনাজপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।
এর আগে হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে গেল কীভাবে, এর জবাব চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ির বহর আটকে দেয় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আন্দোলনকারীরা সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের সঙ্গে জড়িতদের বিচার দাবি করে স্লোগান দেন।
বিকেল সাড়ে চারটায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং শেষে নিচে নামলেই ঘেরাও করে আন্দোলনকারীরা। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান কীভাবে সাবেক রাষ্ট্রপতি পালিয়ে গেলেন।
একপর্যায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি থেকে সরে আসে।
এ সময় কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াঁন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1764187772.jpg)






