ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৮ মে, ২০২৫, ০৩:১৬ দুপুর

উত্তেজনার মধ্যেই সরাসরি আলোচনায় ভারত-পাকিস্তান

উত্তেজনার মধ্যেই সরাসরি আলোচনায় ভারত-পাকিস্তান,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার ঘটনার মধ্যেই তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা (এনএসএ) সরাসরি যোগাযোগ করেছেন। এটি পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানোর প্রচেষ্টারই অংশ বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের এনএসএ এবং আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের সঙ্গে ভারতের এনএসআই অজিত ডোভালের সঙ্গে কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, ‘পাকিস্তান ও ভারতের দুই এনএসএ একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন।’ তবে আলোচনার বিস্তারিত বিষয়ে তিনি কিছু জানাননি। খবর সামা নিউজের। 

সূত্রগুলো জানিয়েছে, এই যোগাযোগের পেছনে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক চাপ রয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও এনএসএ মার্কো রুবিও সংঘাতে জড়িয়ে পড়া পাকিস্তান ও ভারতের দুই এনএসএ’র সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বলেও জানা গেছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজনের ঘোষণা দিল বিসিব

দাঁড়িপাল্লার পক্ষে মা-বোনেরা ঐক্যবদ্ধ, ১২ তারিখ ফল দেখতে পাবেন

মানুষের বাধভাঙা জোয়ার ধানের শীষের পেছনে ছুটছে : আমীর খসরু

নওগাঁর রাণীনগরের শফিকপুর কারিগরি কলেজ, বাইশ বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত

জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার রংপুর-১ আসনের প্রার্থীদের

ভিক্ষা নয়, বাদাম বিক্রি করে সংসার চালান আসাদুল