‘গণহত্যার বিচার না হলে আরও ভয়ংকর রূপে ফিরবে ফ্যাসিবাদ’

জুলাই-আগস্টের গণহত্যার বিচার না হলে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদ আরও ভয়ংকর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৮ মে) ভোরে আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।জামায়াত আমীর বলেন, দেশের মানুষ এখনও ন্যায় বিচার থেকে বঞ্চিত। যারা মজলুম ও গণহত্যার শিকার তারা ন্যায় বিচার না পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এসময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে স্মরণ করে তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি মজলুমের পাশে দাড়াতেন। ষড়যন্ত্রের শিকার হয়ে আব্দুর রাজ্জাক দেশ ছাড়তে বাধ্য হন বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুনডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন। এছাড়া জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক দ্রুত সময়ের মধ্যে ফিরে পাওয়ার আশাবাদও ব্যাক্ত করেন জামায়াত আমীর।
মন্তব্য করুন