ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

নওগাঁর বদলগাছীতে ভালো দাম পেয়ে হাসিখুশি ঢেঁড়শ চাষিরা

নওগাঁর বদলগাছীতে ভালো দাম পেয়ে হাসিখুশি ঢেঁড়শ চাষিরা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর জেলার মধ্যে সবজি চাষের উন্নতম এলাকা হিসেবে পরিচিত বদলগাছী উপজেলা। এবার ঢেঁড়শ চাষে ব্যাপক সফলতা পেয়েছে এই উপজেলার ঢেঁড়শ চাষিরা। চলতি মৌসুমের শুরু থেকেই ৭০/৮০ টাকা কেজি পাইকারী মূল্যে বেচাকেনা শুরু হয় ঢেঁড়শ। ঢেঁড়শ একটি ভিন্ন মাত্রার ফসল। ঢেঁড়শের গাছ ৬/৭ ইঞ্চি লম্বা হলেই ফল দিতে শুরু করে। যখন পুরোদমে ঢেঁড়শ তোলা শুরু হয় তখন একদিন পর একদিন উত্তোলন করতে হয়।

এলাকা ঘুরে দেখা যায়, এই উপজেলা সবজি চাষের বিখ্যাত এলাকা হলেও অন্যান্য সবজির তুলনায় ঢেঁড়শ চাষের প্রবণতা কিছুটা কম। এর কারণ হিসেবে কৃষকরা বলেন ঢেঁড়শ চাষ যেমন লাভজনক ঢেঁড়শ উত্তোলন করা তার দ্বিগুন কষ্টের। উপজেলা কৃষি বিভাগ জানায় ঢেঁড়শ একটি সবজি জাতীয় উন্নত ফসল। চলতি মৌসুমে এই উপজেলায় ঢেঁড়শ চাষ হয়েছে ২৫ হেক্টর জমিতে।

হলুদবিহার গ্রামের ঢেঁড়শ চাষী ফিরোজ হোসেন জানান, সে ১৭ কাঠা জমিতে ঢেঁড়শ চাষ করেছে। প্রতিদিন তাকে ৫০/৬০ কেজি ঢেঁড়শ তুলতে হয়। এখন ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৪০/৪৫ টাকা কেজি দরে।

আরও পড়ুন

উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান, ঢেঁড়শ একটি লাভজনক ও উন্নত শ্রেণির সবজি ক্ষেত। ঢেঁড়শ উত্তোলন পর্যায়ে রয়েছে। বিঘা প্রতি ৩০ থেকে ৪০ মণ পর্যন্ত ফলন দেয় ঢেঁড়শ। আমার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সবজি ক্ষেতের পোকামাকড় দমনে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডাকাতি হওয়া ৭ হাজার ৪শ’ লিটার পাম তেলসহ ট্রাক উদ্ধার

শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলশিক্ষক নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাস্তার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেফতার ৬

বগুড়ায় শ্রমিক দলের কার্যালয়ে হামলার মামলায় ডা. মিল্লাতকে কারাগারে প্রেরণ

নওগাঁর আত্রাইয়ে মাদকসহ যুবক গ্রেফতার