ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

আগের সরকার ব্যয়ের মহোৎসব করেছে : বাণিজ্য উপদেষ্টা

ছবি : সংগৃহিত,আগের সরকার ব্যয়ের মহোৎসব করেছে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগের সরকার ব্যয়ের মহোৎসব করেছে। নাগরিকদের ওপরে চূড়ান্ত দায় তৈরি করেছে। আমি যখন বিভিন্ন প্রজেক্টের রেফারেন্স দেখি, আমার কাছে মনে হয়— খরচের ফিরিস্তি করা হয়েছে। যেন খরচ করতে পারাটা এক ধরনের কৃতিত্ব মনে করা হয়েছিল। 

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কৃষি খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের এখান থেকে ফেরত এসে একটা কাঠামো তৈরি করতে হবে। আমরা যখন বিভিন্ন জায়গায় কৃষকদের জন্য একটি মজুতগার তৈরি করতে চাই। এ জন্য যে ব্যয় হবে, তা সুন্দর একটা বণ্টন ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক সরকারকে এর যত্ন নিতে হবে। এটি দীর্ঘ মেয়াদি প্রজেক্ট, রাতারাতি সম্ভব নয়।

আরও পড়ুন

তিনি বলেন, গত বছর দেশে আলু উৎপাদন ছিল এক কোটি টনের বেশি। কিন্তু সেই আলুর দাম আবার কেজিতে ৯০ টাকারও বেশি বিক্রি হয়েছে। হঠাৎ পরিসংখ্যান মিলছে না। সঠিক তথ্য না থাকায় মারাত্মক ফ্যাসাদ তৈরি হচ্ছে, যা সিদ্ধান্ত নিতে দ্বিধান্বিত করে ফেলছে। কবে দেশের এই পরিসংখ্যান ঠিক হবে, তা আমার জানা নেই। কারণ এটা আমার আওতার বাইরে। বাণিজ্যের সব খাতে তথ্যের সঠিকতা না থাকায় সিদ্ধান্ত নিতে জটিলতা তৈরি হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

মানত করে মোমবাতি, আগরবাতি জ্বালানোয় কেটে ফেলাল শতবর্ষী বটগাছ 

স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি : কাদের গনি চৌধুরী 

বজ্রপাতে দ্বি-খন্ডিত মেহগনি গাছ

জমির বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে স্কুল শিক্ষক নিহত

গাইবান্ধার সাঘাটায় অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ গেল অটোচালকের