ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

মস্কোতে ব্যাপক ড্রোন হামলা, সব বিমানবন্দর বন্ধ 

মস্কোতে ব্যাপক ড্রোন হামলা, সব বিমানবন্দর বন্ধ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে ব্যাপক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এনিয়ে টানা দ্বিতীয় রাত ড্রোন হামলায় কেঁপে উঠল মস্কো। হামলার পর মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া। 

মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামলার পর নিরাপত্তার স্বার্থে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর- ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি- অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। 

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘বিভিন্ন দিক থেকে’ শহরে পৌঁছানোর আগেই কমপক্ষে ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান মহাসড়কে পড়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেন এখনো মস্কোতে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে খারকিভের মেয়র বলেছেন, রাশিয়া রাতভর শহরের পাশাপাশি কিয়েভেও ড্রোন হামলা চালিয়েছে।  এদিকে মস্কোর পাশাপাশি, পেনজা এবং ভোরোনেজ সহ রাশিয়ার অন্যান্য শহরের গভর্নররাও জানিয়েছেন,  মঙ্গলবার রাতে তাদের শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। 

এ নিয়ে টানা দ্বিতীয় রাতে মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলার খবর দিলো রাশিয়া। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা মস্কোতে রাতভর ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। তিন বছরেরও বেশি সময় আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের পর থেকে, কিয়েভ মস্কোর উপর বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। মার্চ মাসে তাদের সবচেয়ে বড় হামলায় তিনজন নিহত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন করে প্রবেশের চেষ্টা করছে বলেও জানা গেছে। 

আরও পড়ুন

রবিবার ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা কুরস্ক অঞ্চলের তিওতকিনো গ্রামের কাছে রাশিয়ার একটি ড্রোন কমান্ড ইউনিটে সফলভাবে হামলা চালিয়েছে। এপ্রিল মাসে মস্কো বলেছিল, ইউক্রেনীয় বাহিনী কুরস্কে আকস্মিক অভিযান শুরু করার নয় মাস পর তারা পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। তবে কিয়েভ দাবি করছে, তাদের সেনাবাহিনী এখনও কুরস্ক অঞ্চলে সক্রিয় রয়েছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার কুরস্কের রিলস্ক শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি পোস্টে কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টাইনের বলেছেন,  হামলায় শহরের একটি বিদ্যুৎ উপকেন্দ্রের দুটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিস্ফোরণের ফলে দুই কিশোর আহত হয়েছে। 

রাশিয়ার সামরিক ব্লগাররা জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে। তারা মাইনফিল্ড অতিক্রম করে সাঁজোয়া যান নিয়ে রুশ প্রতিরক্ষা অবস্থানে হামলা চালিয়েছে। সীমান্তে তীব্র যুদ্ধ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটিএম আজহারের আপিল শুনানি ফের বৃহস্পতিবার

গাজায় অভিযান জোরদার করতে ফিলিস্তিনিদের স্থানান্তর করা হবে : নেতানিয়াহু

নিজ বাসভবন ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

খালেদা জিয়াকে স্বাগত জানালেন সারজিস 

ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেওয়া হবে : ড. আলী রীয়াজ

সৌদি পৌঁছেছেন সাড়ে ২৮ হাজার হজযাত্রী