হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় রাতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি, এনসিপি‘র কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ রোববার (৪ মে) রাত সাড়ে ৯ টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের সাতমাথা মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতা মোশারফ হোসেন স্বপন, এনসিপি‘র সংগঠক আব্দুল্লাহেল ত্বাকী, আহমেদ সাব্বির, ডা. সামী, মিশু, শাহরিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান।
আরও পড়ুনমন্তব্য করুন