ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

বগুড়ায় বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা : দুই প্রতারক গ্রেফতার

বগুড়ায় বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা : দুই প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বিভিন্ন বাহিনীতে চাকরির প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার দিনগত রাতে বগুড়া শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে প্রতারণার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার দুইজন হলো-শাজাহানপুর উপজেলার শাকপালা উত্তরপাড়া এলাকার মো. রমজান আলীর ছেলে তাহের আলী ওরফে রঞ্জু (৩০) ও সদর উপজেলার সাবগ্রাম চাঁন্দপাড়ার আব্দুল মজিদের ছেলে বাইজিদ (২৪)। এসময় সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী শিবগঞ্জের মোকামতলা এলাকার সাকিবকে (১৭) উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শহরের বড়গোলা টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানকালে সেখান থেকে চাকরি প্রত্যাশী শাকিবকে উদ্ধার এবং প্রতারক চক্রের ওই সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানকালে সাতজন চাকরি প্রত্যাশীর আসল এইচএসসি সনদ, চারটি ব্যাংক চেক এবং ১৪টি সইকৃত ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়।

সূত্র জানায়, চক্রটি মূলত সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীতে চাকরি প্রত্যাশীদের টার্গেট করে প্রতারণা করে আসছিল। কেউ নিজের যোগ্যতায় চাকরি পেলেও তা নিজেদের কৃতিত্ব দাবি করে চুক্তি অনুযায়ী অর্থ হাতিয়ে নিত। সম্প্রতি পুলিশ কনস্টেবল ও সেনাবাহিনীর সৈনিক নিয়োগে অন্তত পাঁচজন চাকরি প্রত্যাশীর সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। তবে কেউই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাকরি গ্রত্যাশী বগুড়ার শিবগঞ্জ উপজেলার পূর্ব বাড়ইপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে শাকিব মিয়া (১৭) বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে লোক নিয়োগের বিজ্ঞাপন দেখে অনলাইনে আবেদন করি। চাকরির আবেদনের কথা জানতে পেরে তার গ্রামের মো. আজাদ ওরফে বেলু তাকে বলে, সে তাকে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দিবে।

আরও পড়ুন

এ জন্য ১০ লাখ টাকা দাবি করে। তার এই আশ্বাস পেয়ে তিনি তার পরিবারের সাথে আলোচনা করেন। এরপর ৫০ হাজার টাকা তাকে ও তার এক সহযোগী আব্দুর রাজ্জাককে প্রদান করেন। সেইসাথে সাড়ে ৯ লাখ টাকা দেওয়ারও কথা হয়। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ তার মা ও বাবাকে নিয়ে ৩ মে সন্ধ্যা ৭টার দিকে শহরের বড়গোলা টিনপট্টি এলাকায় মূলহোতা তাহের আলী ওরফে রঞ্জুর ভাড়া বাসায় আসতে বলে। সেখানে তার অন্য সহযোগীরা অবস্থান করছিল।

এরপর সেখানে গেলে তারা তার কাছ থেকে এসএসসির মূল সনদপত্র, মূল মার্কশিট, তার মা-বাবার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, তার মায়ের সইকৃত ফাঁকা চেক, ১০০ টাকার তিনটি ননজুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়ে আটকিয়ে রাখে। পরে সেনাবাহিনী তাকে উদ্ধারসহ ওই কাগজপত্রগুলো উদ্ধার এবং ওই দুই আসামিকে গ্রেফতার করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, সেনাবাহিনীর অভিযানে আটক দুইজনকে আজ রোববার (৪ মে) কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার বাদি হয়েছেন চাকরি প্রত্যাশি শাকিব মিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে ঈদগাহ সংলগ্ন রাস্তার বেহাল দশা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার ধুনটে দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী-স্ত্রীকে বেঁধে লুট করার ঘটনায় চারজন গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় রাতে বিক্ষোভ