ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

জয়পুরহাটের ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ দুই নারীসহ আহত ৩

জয়পুরহাটের ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ দুই নারীসহ আহত ৩, প্রতীকী ছবি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে দুই ভাইয়ের মধ্যে জমিজমা ভাগবাটোয়ারার জেরে সংঘর্ষের ঘটনায় দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার (৪ মে) ক্ষেতলাল পৌর এলাকা সূর্যবান মহল্লায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত বিপ্লব হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ ব্যাপারে ক্ষেতলাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, ক্ষেতলাল পৌর এলাকার সূর্যবান মহল্লায় নাজিম ও নাসির দুই ভাইয়ের মধ্যে তাদের পারিবারিক জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে সালিশ বসে। এতে ওই গ্রামের বিপ্লব হোসেন সালিশ বৈঠকে এসে উভয়পক্ষকে মিমাংসা করে দেওয়ার চেষ্টা করলে মোফাজ্জল হোসেন ও তার ছেলে রানার সাথে কথা কাটাকাটি হয়। তাদের উভয়ের পরিবারের সাথে পূর্ব থেকে শত্রুতা চলছিল।

পূর্বের শত্রুতার জের ধরে আজ রোববার (৪ মে) বিকেল ৩টার দিকে তাদের বসতবাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে বিপ্লব হোসেন (৫২), জেসমিন বেগম (৪০), সেবা আক্তার সাথী (১৮) আহত হন। আহতদের মধ্যে বিপ্লব হোসেন আশঙ্কাজনক অবস্থায় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন

ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) দীপেন্দ্র সিংহ বলেন, সংঘর্ষের ঘটনায় আহত বিপ্লব হোসেনের পক্ষে তার মেয়ে সেবা আক্তার সাথী বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে ঈদগাহ সংলগ্ন রাস্তার বেহাল দশা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার ধুনটে দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী-স্ত্রীকে বেঁধে লুট করার ঘটনায় চারজন গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় রাতে বিক্ষোভ