ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন-সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই বরইতলী গ্রামের মৃত কার্তিক হালদারের ছেলে মনমতো হালদার (৪৫) এবং সবুজ হালদার (৩২)। আজ রোববার (৪ মে) বিকেলে উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের দেবডাঙা মাছের আড়তের পাশে এ ঘটনা ঘটে।

নিহতদের মামা জানান, বজ্রপাতে নিহত মনমতো হালদার এবং সবুজ হালদার যমুনা নদীতে মাছ ধরে দেবডাঙা মাছের আড়তে বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন। রোববার দুপুরে তারা মাছ ধরে দেবডাঙা মাছের আড়তে বিক্রি করেন। বিকেল ৪টার দিকে এ উপজেলায় ঝড়বৃষ্টি শুরু হয়।

এসময় ওই দুই ভাই দেবডাঙা ঘাটে রাখা নৌকা ঠিকমতো বেঁধে রাখতে বাঁশ পুঁতার চেষ্টা করেন। এমন সময় বব্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে দুই ভাই নৌকা থেকে পানিতে পড়ে যান, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দেবডাঙা মাছের আড়তের লোকজন বিষয়টি বুঝতে পেরে পানি থেকে তাদের উদ্ধার করেন।

আরও পড়ুন

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহত আপন দুই ভাইয়ের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছর পর ঢাকায় নেদারল্যান্ডস

২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

ভারতের ওপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

রংপুরসহ দেশের চার বিভাগে ভারি বৃষ্টির আভাস

টেলর সুইফট’র বাগদানে গুগলের সেলিব্রেশন, ট্রাম্পের শুভেচ্ছা

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল আটক