কোলের সন্তানকে নিয়ে গেলে আত্মহত্যা করেন কলি

নিউজ ডেস্ক: পারিবারিক কলহের জেরে দেড় মাস আগে কাতার প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে প্রতিবেশী এক যুবকের সঙ্গে গত শুক্রবার পারিবারিকভাবে বিয়ে হয় কলি আক্তারের (২২)। কিন্তু, হাতের মেহেদীর রং না শুকাতেই নববধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন স্বজনেরা। মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনেরা জানান, প্রায় পাঁচ বছর আগে টুবিয়া গ্রামের কাতার প্রবাসী আসলাম মাতুব্বরের (৩১) সঙ্গে কলির বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে দেড় মাস আগে আসলামের সঙ্গে কলির বিচ্ছেদ হয়। এরপর সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন কলি। গত শুক্রবার পারিবারিকভাবে কলির সঙ্গে প্রতিবেশী মন্নান খার ছেলে আলী খার (৩০) বিয়ে হয়। এর জেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন আসলামের পরিবারের লোকজন। শনিবার (৩ মে) সকালে তারা কলির কোল থেকে তার আড়াই বছরের ছেলেকে নিয়ে যান। এর জেরে ওই দিন সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কলি।
কলির বাবা সালাম খা বলেন, ‘‘মেয়ের অশান্তির কারণে আসলামের সঙ্গে ডিভোর্স করাই। গত শুক্রবার কলির অন্যত্র বিয়ে দেই। এই খবরে আসলামের পরিবারের লোকজন বাড়িতে এসে নাতিকে জোড় করে তুলে নিয়ে যায়। মেয়ে এই ঘটনা সইতে না পেরে আত্মহত্যা করেছে। এই ঘটনায় আসলাম ও তার পরিবারের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি কলির ছেলেকে আমাদের কাছে ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।’’
আরও পড়ুনমাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘‘মায়ের কাছ থেকে শিশুকে নেওয়ার পরপরই এই ঘটনা ঘটেছে। নিহতের স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
এদিকে, এ ঘটনার পরই পালিয়েছে আসলামের পরিবারের লোকজন। তাই তাদের পক্ষের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য করুন