ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

চট্টগ্রামে ডাবল মার্ডারের প্রধান আসামি বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামে ডাবল মার্ডারের প্রধান আসামি বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা এলাকার ডাবল মার্ডারে নেতৃত্বদানকারী কুখ্যাত সন্ত্রাসী মো. মেহেদী হাসানকে (৩৭) নোয়াখালী জেলার হাতিয়া থানার ভূমিহীন বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। 


নোয়াখালী জেলার হাতিয়া থানার অন্তর্গত নলের চরস্থ ভূমিহীন বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্রসহ এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ রবিবার (৪ মে) দুপুরে গণমাধ্যমকে জানিয়েছে বাকলিয়া থানা পুলিশ। 

বাকলিয়া থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক জানান, বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলার প্রধান আসামি এবং হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারী সশন্ত্র সন্ত্রাসী হাসানকে গ্রেপ্তার করতে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। 

সর্বশেষ গত ২ মে রাতে নোয়াখালীর হাতিয়ায় এই আসামীর অবস্থান নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি তদন্ত মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এদিন রাত সোয়া ১১টার দিকে হাতিয়া থানার অন্তর্গত নলের চরস্থ ভূমিহীন বাজার এলাকা থেকে আসামি হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 

আরও পড়ুন

গ্রেপ্তারের পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন পশ্চিম শহীদ নগর সুবহান কন্ট্রাকটরের বাড়িস্থ মেহেদী হাসানের বসত ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ডাবল মার্ডারে ব্যবহৃত ২টি ম্যাগাজিন, ২টি গুলিসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 

প্রসঙ্গত, গত ২৯ মার্চ দিনগত রাত দুইটার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি করে মো. আব্দুল্লাহ আল রিফাত ও মো. বখতিয়ার হোসেন ওরফে মানিক নামে দুজনকে হত্যা করা হয়। 

এ ঘটনায় ১ এপ্রিল নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ পাঁচজনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ জানায়, এই আসামির বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ও হত্যা সংক্রান্তে মোট ১৪টি মামলা রয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের আট শিক্ষকের বিরুদ্ধে মামলা

আয়কর রিটার্ন যারা জমা দেননি তারা নজরদারিতে: এনবিআর

বগুড়ায় বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা : দুই প্রতারক গ্রেফতার

সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম নতুন সম্পর্কে!

জামায়াতের রাজনীতিতে আলোচিত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

জয়পুরহাটের ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ দুই নারীসহ আহত ৩