ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

চিন্ময় দাসের জামিন শুনানি আজ হচ্ছে না

চিন্ময় দাসের জামিন শুনানি আজ হচ্ছে না,ছবি: সংগৃহীত।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এমআই ফারুকীর মৃত্যুর কারণে আজ রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিত রয়েছে। ফলে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে যে শুনানি হওয়ার কথা ছিল, তা আজ অনুষ্ঠিত হচ্ছে না।

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনজীবী ফারুকীর মৃত্যুতে শ্রদ্ধা জানাতে প্রধান বিচারপতির নির্দেশে আজ আপিল বিভাগের কার্যক্রম চলবে বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। এরপর সারাদিনের সব বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

প্রয়াত এমআই ফারুকী ছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এবং অ্যাডভোকেট রোল নম্বর-৭। তার মৃত্যুতে প্রধান বিচারপতি শোক প্রকাশ করে আত্মার মাগফিরাত কামনা করেন।

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, ‘আজকের শুনানি আর হবে না বলেই ধারণা করছি। সম্ভবত আগামীকাল (সোমবার) শুনানির নতুন দিন নির্ধারিত হতে পারে।’

আরও পড়ুন

এদিকে জামিন প্রশ্নে আজকের শুনানি উপলক্ষে চট্টগ্রাম আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়। বিচারপ্রার্থী ও কর্মরত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদের পর প্রবেশের অনুমতি দেওয়া হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে আমিরাতের ভিজিট ভিসা চালু

সন্ধ্যার নাস্তায় থাকুক মুচমুচে চিড়ার চপ

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো এপ্রিলে

নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কিশোর নির্মাণ শ্রমিক নিহত 

বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

জিও ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোজ শ্রমিকের মৃত্যু