ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

সাড়ে চার মাস পর চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল শুরু

সাড়ে চার মাস পর চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল শুরু। ছবি : দৈনিক করতোয়া

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে প্রায় চার মাস পর চালু হলো চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী ফেরি সার্ভিস বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।

তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে গত বছরের ২৩ ডিসেম্বর ফেরি চলাচল বন্ধ হয়। ফলে ফেরি কুঞ্জলতা ও কদম দীর্ঘদিন ধরে রৌমারী ঘাটে পড়েছিল। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার (৩ মে) থেকে ফেরি পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

যানবাহন পাওয়া গেলে রৌমারী থেকে চিলমারী ঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। চার মাস ১১দিন পর আজ শনিবার (৩ মে) ফেরিটি চালু হলো। এদিকে ফেরি চলাচলের খবর পেয়ে উচ্ছ্বসিত কুড়িগ্রামের যানবাহন চালকরা।

আরও পড়ুন

নাগেশ্বরীর ট্রাকচালক আমিনুল ইসলাম বলেন, ফেরি বন্ধ থাকায় পাথরবোঝাই ট্রাক নিয়ে যাতায়াত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ফেরি চালু হলে এ পথ আরও সহজ হয় এবং সাশ্রয় হবে। বিআইডব্লিউটিএ’র কুড়িগ্রাম অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, নাব্যতা সংকটের কারণে এতদিন ফেরি চলাচল বন্ধ ছিল। প্রায় ২৬ কিলোমিটার নৌ রুটে ড্রেজিং করা হয়। বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের উপযোগী হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

পাকিস্তানের বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা

চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে আপিল শুনানি আজ

নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

২২ হাজার ২০৩ হজযাত্রী সৌদি পৌঁছেছেন, আরও একজনের মৃত্যু

পাকিস্তানি রেঞ্জারকে আটক করল ভারত