ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

দিনাজপুরের বিরলে ঘুমন্ত শিশুর মৃত্যু, সবার ধারণা সাপের কামড়ে মারা গেছে

দিনাজপুরের বিরলে ঘুমন্ত শিশুর মৃত্যু সবার ধারণা সাপের কামড়ে মারা গেছে। প্রতীকী ছবি

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে মনিরুজ্জামান মনির (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামের মানিক হোসেনের একমাত্র ছেলে। শিশুটির বাবা মানিক হোসেন স্থানীয় বোর্ডহাটের একজন হোটেল মালিক ও ইউনিয়ন বিএনপি'র ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

পরিবার এবং এলাকাবাসীর ধারণা বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে শিশু মনিরুজ্জামান মনিরের। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বাবা মা’র সাথে মাঝখানে ঘুমিয়ে ছিল শিশু মনিরুজ্জামান মনির। এসময় সে হঠাৎ চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসে এবং বাবা মাকে বলতে থাকে আমার হাত ব্যথা করছে, জ¦লে যাচ্ছে এবং খুব গরম লাগছে। এরপর দশ মিনিটের মধ্যেই শিশুটি নিস্তেজ হয়ে যায়।

স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুস সবুর জানান, আমি খবর পেয়ে রাত ২টার দিকে শিশুটিকে দেখতে যাই এবং দেখি বাম হাতের কবজির মাঝখানে সাপে কামড় দেয়ার মত স্পষ্ট দাগ রয়েছে এবং জায়গাটি কালো হয়ে গেছে। সাপে কামড় দিয়েছে এমন আশঙ্কা করেই শিশু মনিরকে সংজ্ঞাহীন অবস্থায় তার বাবাসহ আমার মোটরসাইকেলে করে দ্রুত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

আরও পড়ুন

এসময় কর্তব্যরত চিকিৎসক শিশু মনিরকে দেখে মৃত ঘোষণা করে বলেন শিশুটি স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা গেছে। শিশু মনিরুজ্জামান মনিরের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। সেই সাথে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু মনিরকে যে সাপে কামড় দিয়েছে সে সাপটিকে কেউ দেখতে পায়নি বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে সেনাবাহিনীর অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ

দেড় কোটির বেশি টাকা ব্যয়ে শিববাটি-ফুলবাড়ি ব্রিজ হচ্ছে