ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

মাগুরায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মাগুরায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান (২৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ওই লাশ উদ্ধার করা হয়।

 

নিহত মান্নান ৩ নম্বর শ্রীকোল ইউনিয়নের টুপি পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। মান্নান পেশায় একজন মোটরসাইকেল চালক এবং রাইড শেয়ারিং কাজের সঙ্গে যুক্ত ছিলেন। 

আরও পড়ুন

বৃহস্পতিবার সকালে মৎস্য ভবন এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আব্দুল মোল্লা রাইড শেয়ারিং করেন। তিনি বিভিন্ন সময় মাগুরা জেলা শহর থেকে গ্রামের বিভিন্ন স্থানে যাত্রীদের পৌঁছে দিতেন। গতকাল রাতেও তিনি যাত্রীদের বিভিন্ন গ্রামে পৌঁছে দেওয়ার কাজ করতে বেরিয়েছিলেন। তবে তিনি আর রাতে বাড়িতে ফিরে আসেননি। ভোরে স্থানীয়রা টুপি পাড়া মৎস্য ভবন খালপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ দেখতে পায়।

মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ ইদ্রিস আলী জানান, টুপি পাড়া খালপাড়া এলাকায় মান্নান মোল্লা নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি হেলমেট উদ্ধার করা হয়। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড