ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত। প্রতীকী ছবি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আরও দু’জন গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঢোলভাঙ্গা ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে রিফাত শ্রাবণ (২১) ও বিষ্ণুপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কৌশিক (২২)।  আহতরা হলেন- একই উপজেলার শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত (২২), বিষ্ণুপুর গ্রামের এনামুলের ছেলে তৌহিদ (২৩)।

এলাকাবাসী জানান, গাইবান্ধা থেকে আসা একটি মোটরসাইকেলে করে চার বন্ধু পলাশ পৌর শহরের দিকে যাচ্ছিলেন। এসময় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা ব্রিজ নামক স্থানে পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে দু’জন ছিটকে পড়ে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্য দু’জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন

এ বিষয়ে পলাশবাড়ি থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়। বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান তারেক রহমানের

কুষ্টিয়ায় থানায় নেয়ার পথে আসামির হাতুড়িপেটায় দুই পুলিশ আহত

কষ্টের জয়ে টেবিলের তিনে উঠলো ম্যানচেস্টার সিটি

সকালের নাস্তার জন্য সেরা ১০টি স্বাস্থ্যকর খাবার

সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু

"রায় মেডিক্যাল সলিউশন" এর মোহনগঞ্জ শাখা অফিস উদ্বোধন