ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

নরসিংদীতে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

নরসিংদীতে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

নরসিংদীর পলাশে পুকুর থেকে হাবিব মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২ মে) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মৃত হাবিব মিয়া জয়নগর গ্রামের আওলাদ মিয়ার ছেলে এবং ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ জানায় , বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টার দিকে ইয়াসিন নামের এক শিশুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে স্কুলছাত্র হাবিব। গোসল শেষে সঙ্গে থাকা শিশু পাড়ে উঠতে পারলেও হাবিব উঠতে পারেনি। পরে আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় পুকুরে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বেলা ১১টায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। 

আরও পড়ুন

স্থানীয়রা জানান, প্রতি বৃহস্পতিবার বাড়ির পাশের হাসনহাটার ফকিরা এলাকায় নানির বাড়িতে বেড়াতে যায় হাবিব। এটা ভেবেই তার বাবা-মা তার খোঁজ রাখেনি। পরে আজ সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাবিবের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ মৃত্যুর ঘটনায় তারা কাউকে সন্দেহ করছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার