ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

দিনাজপুরের হাকিমপুরে জুয়ার আসর থেকে মূলহোতাসহ আটক ৪

দিনাজপুরের হাকিমপুরে জুয়ার আসর থেকে মূলহোতাসহ আটক ৪, প্রতীকী ছবি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদক ও জুয়া বিরোধী পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা দিয়ে, টাকা, জুয়া খেলার সরঞ্জামদি জুয়া আসর জমানোর মূলহোতাসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার সন্ধ্যায় উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদি ও ১৮ হাজার ২শ’ টাকা জব্দ করা হয়। একই দিন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা।

আটককৃতরা হলো- উপজেলার ইটাই গ্রামের জুয়ার আসর জমানোর মূলহোতা মৃত আফাজ উদ্দিনের ছেলে এনামুল হক ওরফে আনাম (৩৮)। অন্যরা হলো- একই গ্রামের আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম ওরফে বুলেট (৩৫), পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার ধলিহার গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে শামসুল হক (৩৫), একই উপজেলার পানিয়াল গ্রামের মৃত ফকির মাহামুদের ছেলে আজাহার আলী (৬০)।

থানা পুলিশের একটি চৌকস দল অভিনব কায়দায় (গামছা ও লুঙ্গি) পড়ে জুয়ার আসরে হানা দিয়ে জুয়ার আসর জমানোর মূলহোতা আনামসহ চারজনকে আটক করেন। এসময় জুয়ার সরঞ্জাম ১টি ডাব্বু, ১টি প্লাস্টিক বস্তা ও ১৮ হাজার ২শ’ টাকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ জুয়ার আসর জমানোর মূলহোতা এনামুল হক আনাম এর নামে আগে জুয়া খেলার অপরাধে মামলায় পলাতক আসামি এবং তার বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে বলে জানান পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও অফিস সহকারী জেলহাজতে

ভর্তি পরীক্ষায় পাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগ নেতা গ্যান্দাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নাটোরের সিংড়ায় ধানের ট্রাকে চাঁদাবাজি, আটক ৩

নারী-পুরুষের অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন? প্রশ্ন জামায়াত আমিরের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ