ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

কালীগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা ও পেরেক মেরে হত্যা 

কালীগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা ও পেরেক মেরে হত্যা 

নিউজ ডেস্ক:   গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. ইসমাইল পালোয়ান (৪৬) নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ‘পেরেক’ মেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নবীল হোসেন নামে একজনকে আটক করেছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত ইসমাইল একই গ্রামের মৃত আলাউদ্দিন পালোয়ানের ছেলে। আটক নবীল হোসেন একই এলাকার রওশন আলীর ছেলে।

নিহত ইসমাইলের ছেলে আলী পালোয়ান বলেন, “গোলজার হোসেন, তোফাজ্জল হোসেন, নবীল হোসেন ও সুফল হোসেন ধান কাটার সময় হামলা চালায়। তারা আমার বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং মোটা পেরেক দিয়ে গলায় আঘাত করে। পেরেক আমার বাবার গলার এক পাশ থেকে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।”

 

আরও পড়ুন

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই ইসমাইলের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার বিষয়টি গ্রাম্য সালিশে নিষ্পত্তির চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। পরে এটি আদালত পর্যন্ত গড়ায়। বুধবার সকাল ১১টার দিকে ইসমাইল ও তার তিন ভাই নিজ জমিতে ধান কাটতে যান। এসময় তাদের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত গোলজার হোসেন, তোফাজ্জল হোসেন, নবীল হোসেন ও সুফল হোসেন একত্রিত হয়ে হাতুড়ি, পেরেক ও দেশীয় অস্ত্র নিয়ে ইসমাইলদের ওপর হামলা চালায়। হামলায় ইসমাইল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালেদা নুসরাত জানান, দুপুর ১২টার কিছু পর ইসমাইলকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আলাউদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও অফিস সহকারী জেলহাজতে

ভর্তি পরীক্ষায় পাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগ নেতা গ্যান্দাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নাটোরের সিংড়ায় ধানের ট্রাকে চাঁদাবাজি, আটক ৩

নারী-পুরুষের অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন? প্রশ্ন জামায়াত আমিরের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ