ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

আজ বার্সা’র সাথে চোখে চোখ রেখে লড়তে চায় মিলান

আজ বার্সা’র সাথে চোখে চোখ রেখে লড়তে চায় মিলান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আজ বুধবার রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টার মিলান। ম্যাচটি হবে বার্সা’র ঘরের মাঠ এস্তাদিও লুইস অলিম্পিক স্টেডিয়ামে। ফর্মের তুঙ্গে থাকা বার্সা’র সঙ্গে আজ কুলিয়ে উঠতে পারবে কি না ইন্টার, সেটিই ভক্তদের প্রশ্ন। গেল শনিবার কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে দেওয়া বার্সা এবার চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেবারিট। তাদের বিপক্ষে নামার আগের নিঃসন্দেহে বেশ চাপে থাকবে ইন্টার।

তবে ইন্টারের আত্মবিশ্বাসের জায়গা কোয়ার্টার ফাইনালে ফেবারিট বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়। দ্বিতীয় লেগে বায়ার্নের বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও ৪-৩ অগ্রগামিতায় সেমিফাইনালে উঠেছে ইন্টার। অথচ ওই কোয়ার্টার ফাইনালের আগে বেশিরভাগ ফুটবলপ্রেমীই এগিয়ে রেখেেিছলেন বায়ার্নকে। সব মিলিয়ে ইন্টারের কোচ সিমোনে ইনজাগিও বেশ আত্মবিশ্বাসী। গত এক সপ্তাহের খারাপ স্মৃতি ভুলে যেতে শিষ্যদের আহ্বান জানিয়েছেন তিনি। এক্ষেত্রে নিজেদের লক্ষ্যও স্পষ্ট বলে জানান ৪৯ বছর বয়সী ইতালিয়ান মাস্টারমাইন্ড।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইনজাগি বলেন, ‘গত সপ্তাহ ভুলে যাও। এই চার বছরে দলটি অসাধারণ সব সাফল্য অর্জন করেছে। তিনটি হার আমাদের মৌসুমের অর্জনকে মুছে ফেলতে পারে না। আমরা এখনো প্রতিযোগিতায় আছি, আর আমাদের লক্ষ্য পরিষ্কার—ফাইনালে ওঠা।’ ইনজাগি প্রতিপক্ষের প্রশংসা করার পাশাপাশি প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন। বলেন, ‘সম্মান অবশ্যই, কিন্তু কোনো ভয় নয়। মাঠে আমরা চোখে চোখ রেখে খেলবো।’

আরও পড়ুন

এই ম্যাচে ইন্টার পাবে না ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্দকে। তবে চোট কাটিয়ে অনুশীলনে ফেরা মার্কুস থুরাম খেলতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার লাউতারো মার্টিনেজের সঙ্গে। এই জুটি চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৮টি গোল করেছে। লাউতারো বলেন, আমরা ঐক্যবদ্ধ, শক্তিশালী। সেমিফাইনালে ওঠা আমাদের পরিশ্রমের ফল। এবার আমরা স্বপ্নপূরণের খুব কাছাকাছি। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠা এবং সমর্থকদের মুখে হাসি ফোটানো।

আগামী মঙ্গলবার মিলানে ফিরতি লেগে বার্সাকে আতিথ্য দেবে ইন্টার। ফাইনালে ওঠার লড়াইয়ে বিজয়ী দল ৩১ মে মিউনিখে মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) বা আর্সেনালের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ এখনো দুঃখ-কষ্টে জীবন যাপন করছে  

নারায়ণগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় মানসিক রোগী বুলবুলির হদিস নেই

চিন্ময় দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রোববার

সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সুবিধাভোগীদের ভাতা বাড়ছে

গুঁড়িয়ে দেয়া হলো কবি সাহিত্যিকদের মিলনায়তন “সাহিত্য সংসদ মঞ্চ”