ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সাদমানের পর মিরাজের সেঞ্চুরি, ২১৭ রানের লিড পেল বাংলাদেশ

সাদমানের পর মিরাজের সেঞ্চুরি, ২১৭ রানের লিড পেল বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভিতটা গড়ে দিয়েছিলেন সাদমান ইসলাম। মাঝে পথ হারালেও সেখান থেকে দলকে শক্ত লিডের পথ দেখান মেহেদি হাসান মিরাজ। দারুণ এক সেঞ্চুরিতে দলকে রানের পাহাড় গড়তে সাহায্য করলেন। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসটা শেষ করল ৪৪৪ রান তুলে। দল পেয়ে গেছে ২১৭ রানের লিড।

তৃতীয় দিনের শুরুটা বাংলাদেশ করেছিল ২৯১ রান নিয়ে, হাতে ছিল ৩টি উইকেট। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে ক্রিজে ছিলেন মিরাজ। তিনি তার দায়িত্বটা সামলেছেন দারুণভাবে। লোয়ার মিডল অর্ডারদের নিয়ে লড়েছেন, নিজে তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। তাতেই আজ বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করেছে আরও ১৫৩ রান। লিডটা ৬৪ থেকে গিয়ে ঠেকেছে ২১৭ রানে। তৃতীয় দিনের সকালের সেশনে একটা উইকেটই খুইয়েছে বাংলাদেশ। সেটাও তাইজুল ইসলামের। ৪৫ বলে ২০ রানের ইনিংস খেলে ভিনসেন্ট মাসেকেসার চতুর্থ শিকার হয়ে ফিরেছেন তিনি। তিনি স্টাম্পড হওয়ার ফলে ভাঙে অষ্টম উইকেটে মেহেদি হাসান মিরাজের সঙ্গে তার গড়া ৮৪ বলে ৬৩ রানের জুটি। 

আরও পড়ুন

তবে নবম উইকেটেও তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে ফেলেন মিরাজ। নিজেও তুলে নেন ক্যারিয়ারের দশম টেস্ট ফিফটি। তিনি প্রথম সেশনটা শেষ করেন সেঞ্চুরির অপেক্ষায় থেকে। দিনের দ্বিতীয় সেশনে যখনই একটু একটু করে এগিয়ে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে পৌঁছুলেন, তখনই বিদায়ঘণ্টা বাজল তানজিম সাকিবের। তিনি ৮০ বলে ৪১ রান করে বিদায় নিলে ভাঙে ১৫৬ বলে ৯৬ রানের জুটি। 

এরপর একটুর জন্য শঙ্কাও তৈরি হয়েছিল মিরাজের সেঞ্চুরি নিয়ে। তবে সে শঙ্কা উড়িয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা তুলে নেন তিনি। এরপর তিনি থামেন ১০৪ রানে। ভিনসেন্ট মাসেকেসার বলে স্টাম্পড হন তিনি। শেষ ব্যাটার হিসেবে তাকে আউট করে মাসেকেসা ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখাও পেয়ে যান। তবে বাংলাদেশ ততক্ষণে পেয়ে গেছে বড় এক লিড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক খাইয়ে টাকাসহ অলংঙ্কার চুরি

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে চরম প্রতিশোধ বাংলাদেশের

এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ওসি এসআইয়ের বিরুদ্ধে আদালতে নালিশি

রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় বদরগঞ্জে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

নাটোরের বড়াইগ্রামে ব্যবসায়ীর বাড়িতে চুরি