পাবনায় ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে রেললাইনের ওপর থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে ঈশ্বরদী-খুলনা রেল রুটের উমিরপুর এলাকায় রেললাইনের ওপর এই লাশ পাওয়া যায়। উদ্ধারকৃত লাশটি পাকশী ইউনিয়নের ইপিজেড মোড় এলাকার বাদশা হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীর বলে জানা গেছে। তার বাবার নাম দেলোয়ার হোসেন। বাদশা পাকশী ইপিজেড রোডের মিঠুন স্টোরের স্বত্বাধিকারী ছিলেন।
নিহতের ছেলে মিঠুন বলেন, আমার বাবাকে ইপিজেড মোড় মুদি দোকান থেকে কে বা কারা ডেকে নেয়। একপর্যায়ে রাত সাড়ে ৮টার সময় বাবা বাড়িতে মোবাইলে জানায়, তাকে চোখ বাধা অবস্থায় কে বা কারা অটোতে করে কোথায় নিয়ে যাচ্ছে। খবর পেয়ে আমরা তাৎণিকভাবে ঈশ্বরদী থানায় যেয়ে সাধারণ ডায়েরি করি। থানা থেকে ফেরার সময় বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির একপর্যায়ে একজন বলে রেললাইনের পাশে একটি মোবাইলের কল বাজছে। সেখানে গিয়ে দেখতে পাই আমার বাবার গলাকাটা লাশ। তিনি আরও বলেন, দুর্বৃত্তরা হয়ত আমার বাবাকে অপহরণের পর হত্যা করে রেললাইনের ওপর ফেলে রেখে যায়। আমার বাবা মুদি দোকানের পাশাপাশি জমি কেনাবেচা করত নিয়মিত।
আরও পড়ুনঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে রাতেই থানায় আনা হয়। আজ সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত করলে প্রকৃত রহস্য উদঘাটন হবে।
মন্তব্য করুন