ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:২৮ বিকাল

 জামালপুরে পরীক্ষায় দায়িত্বে অবহেলা; ৮ শিক্ষককে অব্যাহতি

 জামালপুরে পরীক্ষায় দায়িত্বে অবহেলা; ৮ শিক্ষককে অব্যাহতি

নিউজ ডেস্ক:   জামালপুরের ইসলামপুর উপজেলায়  ইসলামপুর উচ্চ বিদ্যালয় ও ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসায় পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে ৮ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। তিনি পরীক্ষার হলে দায়িত্বে থাকা দুই শিক্ষকের অবহেলা লক্ষ্য করেন এবং তাৎক্ষণিকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

ওই কেন্দ্রে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন-মো. রিপন মিয়া (সভুকুড়া মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়), মো. মাহবুবুর রহমান (সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়)।


পরে সকাল সাড়ে ১১টা দিকে ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে আরো ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুন

মাদ্রাসা কেন্দ্রে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন-আবুল কাশেম (হাড়িয়াবাড়ী দাখিল মাদ্রাসা), সেলিম মিয়া (পচাবহলা দাখিল মাদ্রাসা), শহিদুল ইসলাম (মরাকান্দী দাখিল মাদ্রাসা), বিপুল রানা (কান্দার চর দাখিল মাদ্রাসা) রিদুয়ানুল হক (ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা) ও মোস্তাফিজুর রহমান (রামভ্রদা দাখিল মাদ্রাসা)।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, “পরীক্ষার পরিবেশ যাতে সুষ্ঠু ও স্বচ্ছ থাকে, সে বিষয়ে আমরা কঠোর নজরদারিতে রয়েছি। কোনো ধরনের গাফিলতি বা অবহেলা মেনে নেওয়া হবে না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেজ শো’তেই মেতে আছেন সালমা

এবারও দেশ সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগের নেতাকর্মী শনাক্ত ঢাবির

"ইউনূসের সঙ্গে ডিল করে ক্ষমতায় গেলে এনসিপির হাতে বিএনপির পতন হবে"

পঞ্চগড়ে লাউক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, আটক ১

নিবন্ধন না পেয়ে ইসিতে আমরণ অনশনে আমজনতার তারেক রহমান