ভিডিও মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

নবাগত প্রিয়াঙ্কার যাত্রা শুরু ‘বর্ষা সুন্দরী অপরূপা’র চ্যাম্পিয়ন হয়ে

প্রিয়াঙ্কা চৌধুরী।

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে প্রিয়াঙ্কা নামে বেশ কয়েকজন রয়েছেন। গায়িকা প্রিয়াঙ্কা গোপ, প্রিয়াঙ্কা বিশ্বাস, শবনম মুসতারি প্রিয়াঙ্কা, উপস্থাপিকা তাবাসসুম প্রিয়াঙ্কা, ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান।

এবার আরো এক প্রিয়াঙ্কার অভিষেক হলো আমাদের সংষ্কৃতি অঙ্গনে। তার নাম প্রিয়াঙ্কা চৌধুরী। ভোলার মেয়ে প্রিয়াঙ্কা চৌধুরী গত ১৯ এপ্রিল নেপালে অনুষ্ঠিত (দুই বাংলার গ্ল্যামার প্রতিযোগিতা) ‘বর্ষা সুন্দরী’ সিজন ফোর ‘অপরূপা’ প্রতিযোগিতায় সর্বশেষ গ্র্যাণ্ড ফিনালেতে আসা দশজনের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন।

অল্প কিছুদিনের মধ্যেই রাজধানীর ‘এআইইউবি’তে তিনি তার বিশ্ববিদ্যালয় জীবন শুরু করতে যাচ্ছেন। তবে প্রিয়াঙ্কা চৌধুরী’র স্বপ্ন পড়াশুনার পাশাপাশি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করার। যদিও বা এখনো নাটকে তার কাজ করা শুরু হয়নি। অপেক্ষায় আছেন একটি ভালো গল্পের, ভালো নির্মাতার এবং নিজের মনের মতো একজন সহশিল্পীর বিপরীতে অভিনয় করার। প্রিয়াঙ্কা চৌধুরীর বিশ্বাস হয়তো কিছুদিনের মধ্যেই তিনি সেই সুযোগটিও পেয়ে যাবেন। এরইমধ্যে প্রিয়াঙ্কা রাসেল শিকদার, অংকুরের পরিচালনায় বেশ কয়েকটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। একটি প্রতিষ্ঠানের বাটার, এসএমসি ড্রিংক ওয়াটার’সহ আরো বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি রাজধানীর গুলশানে অবস্থিত সেলিব্রিটিস চয়েজ’ ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

‘সেলিব্রিটিস চয়েজ’ ছাড়াও আরো কয়েকটি প্রতিথযশা ফ্যাশন হাউজেরও মডেল হয়েছেন তিনি। এস হাউজের পণ্যের প্রচরণায় ফটোশ্যুটেই শুধু অংশগ্রহন করেছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার বাবা ও মায়ের স্বপ্ন সে যেন মিডিয়াতে নিজের মেধাকে কাজে লাগিয়ে একদিন বড় একজন অভিনেত্রী হতে পারে।

আরও পড়ুন

আগামীর স্বপ্ন নিয়ে প্রিয়াঙ্কা বলেন,‘ আমাদের ইণ্ডাষ্ট্রির অনেক প্রিয় প্রিয় শিল্পীর অভিনয়ই আমি দেখেছি। তাদের অভিনয় দেখে দেখে নিজের মনের মধ্যে স্বপ্ন বুনেছি একদিন আমিও অভিনয় করবো, তাদের মতো বড় শিল্পী হবো। সেই স্বপ্ন নিয়েই একটি প্লাটফরমের মধ্যদিয়ে নিজের মেধাকে ও সৌন্দর্য্যকে কিছুটা হলেও প্রমাণ করতে পেরেছি বর্ষা সুন্দরী অপরূপার মাধ্যমে। আমি জানি এখানে কাজ করতে হলে অনেক ধৈর্য্য ধরতে হয়, কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়। আমি মানসিকভাবে নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। এরইমধ্যে অনেক প্রতিষ্ঠান আমাকে তাদের প্রতিষ্ঠানের কাজ করার মধ্যদিয়ে আগামীর পথে এগিয়ে নিয়ে যাবার অুনপ্রেরণা দিয়েছে। যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হচ্ছে সেলিব্রিটিস চয়েজ। আমার বিশ্বাস ভালো গল্প পেলে এবং মনের মতো চরিত্র পেলে আমি নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পারবো। বাকীটা সময়ই বলে দিবে।’

প্রিয়াঙ্কা চৌধুরীর জন্মদিন ১০ জুন। এবারের জন্মদিনটা তার জীবনের অন্যান্য জন্মদিনের চেয়ে অনেক বর্ণাঢ্য হবে, সবার পরম ভালোবাসায় কাটবে-এমনটাই বিশ্বাস প্রিয়াঙ্কার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিভাইসে ট্রান্সফরমার ও খাঁচাবন্দি মিটার, তবুও থামছে না চুরি

কুড়িগ্রামের উলিপুরে বখাটের দায়ের কোপে হাসপাতালে কাতরাচ্ছে স্কুল শিক্ষার্থী

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ শক দিয়ে মাছ ধরার যন্ত্রপাতিসহ চায়না দুয়ারি জাল জব্দ

বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কবলে স্পেন-ফ্রান্স-পর্তুগাল

গাইবান্ধার সাঘাটায় খামারে অগ্নিকান্ডে ৫টি গরু পুড়ে মারা গেছে 

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ