ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

‘মা পদক ২০২৫’এ ভূষিত হচ্ছেন ডলি জহুর

ডলি জহুর

 বিনোদন প্রতিবেদক ঃ বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর আগামী ১১ মে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘মা পদক ২০২৫’এ ভূষিত হতে যাচ্ছেন।

বাংলাদেশের বহু নাটকে ও চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করে তিনি এদেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। এখন চলচ্চিত্রে তাকে না দেখা গেলেও নাটকে মাঝে মাঝে তাকে দেখা যায়। ২০২২ সাল থেকে নিয়মিতভাবে প্রতিবছর ‘মা পদক’ প্রদান করা হয়ে আসছে। এই ‘মা পদক’র প্রধান উদ্যোক্তা সাংবাদিক অভি মঈনুদ্দীন।

‘আলী-রূপা ফাউণ্ডেশন’র উদ্যোগে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর আয়োজনে ‘মা পদক ২০২৫’-এ ভূষিত হওয়া প্রসঙ্গে ডলি জহুর বলেন,‘ এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা’সহ বাংলাদেশের বহু সংগঠন থেকে আমি বহুবার পুরস্কৃত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে কিংবা নাটকে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য কখনো এমন পুরস্কারে ভূষিত হইনি আমি। যে কারণে এই পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্বের সাথেই বিবেচিত হচ্ছে। যারা আমাকে এই আয়োজনে পুরস্কার তুলে দেবার জন্য চুড়ান্ত করেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সারাটা জীবন আমি অভিনয়ই করে গেছি। যখন যে কাজটি করেছি মন দিয়েই করার চেষ্টা করেছি। কোন কাজ করে কী সম্মানী পাবো সেটা নিয়ে কখনো ভাবিনি আমি। শুধু ভাবনায় ছিলো আমাকে যে চরিত্রটি দেয়া হয়েছে তাতে যেন ঠিকঠাক মতো অভিনয়টা করে যেতে পারি। এদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি শুধু অভিনয় করেই। অভিনয় ছাড়াতো জীবনে আর কিছু পারিনা, তাই এখনো অভিনয় করতেই ভালোলাগে। যদিও বা আগের চেয়ে কাজ অনেক কমে গেছে। আমার শরীরটাও এই মুহুর্তে ভালো নেই। কিন্তু তারপরও আমি আজীবন অভিনয়ই করে যেতে চাই। সবার দোয়া চাই যেন আরো কিছু ভালো ভালো গল্পের নাটকে, সিনেমায় কাজ করে যেতে পারি।’

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগে শুধু মা চরিত্রে অভিনয়ের জন্যই মা পদক ২০২২, ২০২৩ ও ২০২৪-এ ভূষিত হয়েছিলেন শবনম, দিলারা জামান ও আনোয়ারা। উল্লেখ্য, ২০২১ সালে ডলি জহুর’কে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে। ‘শঙ্খঝনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশুনা করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি মঞ্চ নাটকের সাথে যুক্ত হন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রে ‘নতুন বউ’,‘ শঙ্খনীল কারাগার’,‘ আগুনের পরশমনি’, ‘কুলি’, ‘ বিক্ষোভ’,‘ স্বপ্নের ঠিকানা’,‘ চাওয়া থেকে পাওয়া’,‘ বিচার হবে’,‘ আনন্দ অশ্রু’,‘ দীপু নাম্বার টু’,‘ স্বপ্নের নায়ক’,‘ বাবা কেন চাকর’,‘ অনন্ত ভালোবাসা’,‘ হৃদয়ের কথা’,‘ দারুচিনি দ্বীপ’,‘ সন্তান আমার অহংকার’,‘ মন বসেনা পড়ার টেবিলে’ ইত্যাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ শক দিয়ে মাছ ধরার যন্ত্রপাতিসহ চায়না দুয়ারি জাল জব্দ

বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কবলে স্পেন-ফ্রান্স-পর্তুগাল

গাইবান্ধার সাঘাটায় খামারে অগ্নিকান্ডে ৫টি গরু পুড়ে মারা গেছে 

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

হজ ফ্লাইট উদ্বোধন, রাতে সৌদি যাচ্ছেন ৩৯৮ যাত্রী

সরকার হতদরিদ্রের মামলার ব্যয়ভার বহন করছে - জেলা জজ, শাহজাহান কবির