ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

ফেনীতে বাসের ধাক্কায় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত

নিহত ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী মহিউদ্দিন তমাল

ফেনীতে বাসের ধাক্কায় মহিউদ্দিন তমাল (২৫) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার বন্ধুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তমাল ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সকলের ছোট ছিলেন। তমাল ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, তমাল বিকেলে মোটরসাইকেলে করে ফেনী শহর থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বিপরীতদিক থেকে আসা বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তমালের বন্ধু মাহমুদুল হাসান জানান, দুপুরে ফেনী শহরের একাডেমী সড়কে বোনের বাসা থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক নয়ন চন্দ্র দেবনাথ জানান, হাসপাতালে আনার আগেই তমাল মারা যান। পরে তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল করিম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো এ বিষয়ে থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া

একদিনে চার দেশে বিমান হামলা ইসরায়েলের

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন রাবাদা

৭১’ পর ভারতের বিভিন্ন রাজ্যে এমন নিরাপত্তা মহড়ার নির্দেশ

 ময়মনসিংহে গ্রেফতার বাণিজ্যসহ নানা অভিযোগে ৬ থানার ওসিকে বদলি

 স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার করে পালিয়েছে বাদল