সুনামগঞ্জে শাল্লায় বজ্রপাতে কলেজছাত্র ও গরুর মৃত্যু
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও গ্রামে বজ্রপাতে রিমন তালুকদার (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
রিমন আটগাঁও গ্রামের জাহেদ তালুকদারের ছেলে। তিনি তালুকদার শাল্লা সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আরও পড়ুনস্থানীয়রা জানিয়েছেন, রিমন সোমবার সকালে নিজ বাড়ির পাশের কালিকোটা হাওরে গরু নিয়ে যান। এ সময় বজ্রপাতসহ বৃষ্টি শুধু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান রিমন। একইসঙ্গে একটি গরুও মারা যায়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1765116229.jpg)






