ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে দ্রুত গ্রেফতারের দাবি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে দ্রুত গ্রেফতারের দাবি

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি সমর্থিত আইনজীবীদের কেন্দ্রীয় সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ রোববার (২৭ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি জয়নুল আবেদীন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ দাবি জানান। এছাড়া হাইকোর্ট ও নিম্ন আদালতে আওয়ামী লীগ সরকারের দোসর বিচারপতিদের অপসারণেরও দাবি জানানো হয়েছে।

বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করায় দেশের আইনজীবী সমাজ হতাশ ও ক্ষুব্ধ বলে জানান ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, আমরা আশা করছি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে। অন্যথায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আইনজীবী সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-আন্দোলনে বিজয়ের পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসক যেভাবে দেশ থেকে পালিয়েছে সেই ফ্যাসিবাদের দোসর উচ্চ আদালত এবং নিম্ন আদালতের বিচারকরাও নিজ নিজ পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেবেন। এক্ষেত্রে সরকারের পক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করার কথা ছিল।

আরও পড়ুন

এতে আরও বলা হয়, দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। অজ্ঞাত কারণে এখন পর্যন্ত তাকে গ্রেফতার বা বিচারের মুখোমুখি করা হয়নি। অথচ তার বিচার বাংলাদেশের জনগণের গণদাবি। এক্ষেত্রে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগই এখন পর্যন্ত নেয়নি।

এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুবউদ্দিন খোকন, সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দস কাজল, আবদুল্লাহ আল মামুন, গাজী কামরুল ইসলাম সজল, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, মোহাম্মদ আলী, মো. আক্তারুজ্জামান, মোহাম্মদ কামাল হোসেন, গাজী তৌহিদুল ইসলাম, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল মাহবুব, মো. মাকসুদ উল্লাহ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট থেকে পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিলো কার্গো প্লেন

বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

চলনবিলে শুরু হয়েছে ধানকাটা মাড়াইয়ের মহোৎসব

বগুড়ার কাহালুতে ৩ জন গ্রেফতার

সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন ফুলবাড়ীতে সামান্য বৃষ্টিতেই পথচারীদের চরম দুর্ভোগ

বগুড়ার শেরপুরে সন্ত্রাসী হামলায় বিএনপি ও যুবদল নেতাসহ ৩ জন আহত