মহাস্থানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জ উপজেলার মহাস্থান বন্দরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর মহাস্থানে নির্মিত ওভার ব্রিজের নিচে থাকা মাছ, তরমুজ, কাঁচা বাজারসহ নানা ধরনের অস্থায়ী দোকান সরিয়ে দেয় সেনাবাহিনীর একটি টহলদল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাস্থান ওভারব্রিজের নিচের আন্ডারপাসটি অবৈধভাবে দখল করে গড়ে তোলা হয়েছিল তরমুজ ও মাছ বাজার। পাশাপাশি সেখানে ছিল একটি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। এসব কারণে সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে পঁচা তরমুজ ও মাছের পানি ফেলার কারণে সৃষ্ট দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।
বিষয়টি সেনাবাহিনীর নজরে এলে শুক্রবার সকালে সেনাবাহিনী অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু তারা সে নির্দেশ উপেক্ষা করে ব্যবসা চালিয়ে যেতে থাকে। রাত সাড়ে ৯টার দিকে ক্যাপ্টেন সাদিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহলদল মহাস্থানে অভিযান চালিয়ে আন্ডারপাসের নিচে থাকা সব অবৈধ দোকান উচ্ছেদ করে দেয়।
আরও পড়ুনএ সময় বেশ কয়েকজন দোকানদার মৌখিকভাবে অঙ্গীকার করেন, তারা আর কখনো অবৈধভাবে দোকান বসাবেন না। অভিযান চলাকালীন সেনা কর্মকর্তারা আন্ডারপাসের পশ্চিম পাশের সওজের পিলার ও কাঁটাতার দিয়ে ঘেরা জায়গা গত বছরের ৫ আগস্টের পর ভেঙে দখল করে যারা দোকানপাট বসিয়েছেন, তাদের শনিবার বেলা ২টার মধ্যে নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নিতে বলার পর গতকাল ব্যবসাযীরা তা সরে নেন।
মন্তব্য করুন