বগুড়ার শেরপুরে ২টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে চুরি যাওয়া ২টি ইজিবাইক উদ্ধার ও আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রংপুর জেলার মিঠাপুকুর থানার ইদলপুর গ্রামের সাত্তার মিয়ার ছেলে আশাদুল ইসলাম (২৭), বগুড়ার গাবতলী উপজেলার লাঠিগঞ্জ সারোটিয়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে ওয়াহেদুল ইসলাম (২৯), বগুড়া সদর থানার মালতিনগর গ্রামের জামাল উদ্দিনের ছেলে ফিরোজ উদ্দিন (৩০) ও ধুনট থানার নান্দিয়াপাড় (পূর্বপাড়া) গ্রামের মৃত মরজুদ্দিন ফকিরের ছেলে মিন্টু মেকার (৪০)। এ সময় তাদের জিম্মায় থাকা চোরাই কাজে ব্যবহৃত ১টি সবুজ পুরাতন সিএনজি জব্দ করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের ধাওয়াপাড়া সোনাকানিয়া বাজারের পাশে চালক শামিমকে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ১টি ইজিবাইক (ব্যাটারী চালিত অটোরিক্সা) ও একই দিন রাতে আরেকটি ইজিবাইক চুরি করে নিয়ে যায় চোর চক্রটি।
এ ঘটনার পর মহিপুরের বারইপাড়ার মৃত ছলি মন্ডলের ছেলে লাভলু মন্ডল বাদি হয়ে থানায় অভিযোগ করলে গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই রকিব সঙ্গীয় ফোর্স নিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের পোয়ালগাছা হাইস্কুলের সামনে থেকে চুরি যাওয়া ইজি বাইকসহ আসাদুল ইসলামকে গ্রেফতার করে।
আরও পড়ুনএরপর জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াহেদুল ইসলাম, ফিরোজ উদ্দিন ও মিন্টু মেকারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বিভিন্ন এলাকায় চুরি করা অটো ও ইজিবাইকগুলো মিন্টু মেকারের মাধ্যমে বিক্রি করতো।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার সাথে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন