ভিডিও রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

সিরাজগঞ্জে দাবদাহে রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে

সিরাজগঞ্জে দাবদাহে রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে তাপাদ্রহে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের প্রখরতাও বাড়তে থাকে। গরমের কারণে দিন মজুর ও খেটে খাওয়া মানুষ বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা গেছে। গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তীব্র গরমে মানুষের পাশাপাশি প্রাণীকুলও ব্যাকুল হয়ে পড়েছে।

এদিকে সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়া আর প্রচন্ড রোদে ঘর থেকে বাইরে বের হয়ে কাজ করা দুরহ হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষের। ভ্যান-রিকশা চালকরা গরমে অস্থির হয়ে পড়েছেন। রিকশা, ভ্যানের ভাড়াও বেড়েছে দ্বিগুণ।

বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় চলাচল ও ফসলি মাঠে লোকজনের কাজ করতে কষ্ট হচ্ছে। এরপরও খেটে খাওয়া মানুষগুলো জীবন জীবিকার তাগিদে ও জরুরি প্রয়োজনে প্রচন্ড গরমকে উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। ধান কাটা শ্রমিকের মজুরি একলাফে ৫শ’ থেকে ৭শ’ টাকা হয়েছে। পাশাপাশি শিশুসহ শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে।

আরও পড়ুন

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার বলেন, গত কয়েকদিনের প্রচন্ড গরমে জ্বর, ঠান্ডা, ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ১শ’ থেকে দেড়শ’ রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। তাছাড়াও উল্লেখিত কারণে অনেক রোগী আউটডোরে চিকিৎসা নিচ্ছেন। তিনি আক্রান্তদের পর্যাপ্ত পানি ও তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শসহ সুস্থদের ২/৩ বার গোসলের পরামর্শ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতমাস ধরে রাস্তার কাজ বন্ধ, উধাও ঠিকাদার

বগুড়ার শেরপুরে ২টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে পুুকুরে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর মান্দায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দাখিল পরীক্ষার্থী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৫ মণ পিরানহা মাছ জব্দ

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার