ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বগুড়ায় ট্যাংকলরি উল্টে সড়কে ছড়িয়ে গেল ফার্নেশ ওয়েল

বগুড়ায় ট্যাংকলরি উল্টে সড়কে ছড়িয়ে গেল ফার্নেশ ওয়েল

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ফার্নেশ অয়েলবাহী ট্যাংকলরি উল্টে চালক আহত হয়েছে। সেইসাথে ফার্নেশ ওয়েল পড়ে বগুড়া-রংপুর মহাসড়কের হাফ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যায়। আজ বুধবার (২৩ এপ্রিল) ভোর ৬ টার দিকে বগুড়া সদরের গোকুল বন্দর এলাকায় এঘটনা ঘটে।

নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, আজ বুধবার (২৩ এপ্রিল) ভোরে বগুড়া-রংপুর মহাসড়ক হয়ে ফার্নেস অয়েল ভর্তি একটি লরি চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁও যাচ্ছিলো। ভোর ছয়টার দিকে মহাসড়কের গোকুল হল বন্দর এলাকায় লরিটির চাকা ফেটে গেলে লরিটি সেখানে সড়কে উল্টে যায়। এতে কন্টেইনার থেকে অধিকাংশ ফার্নেস অয়েল সড়কে ছড়িয়ে পড়ে।

এরপর স্থানীয় লোকজনের রাস্তায় পড়া ফার্নেশ ওয়েল বালটিসহ বিভিন্ন পাত্রে তুলে নিয়ে যাওয়ার ধুম পড়ে। তারপরও অনেক পরিমাণ  ফার্নেশ ওয়েল সড়কে থেকে যায়। এতে সড়কের ওই অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। লরি থেকে ফার্নেস ওয়েল পড়ার পরপরই গাড়ির চাকায় চাকায় সেটি হাফ কিলোমিটার অংশে ছড়িয়ে যায়। এতে ওই অংশের সড়কের পিচ নষ্ট হয়ে যায়।

আরও পড়ুন

এরপর হাইওয়ে পুলিশ সড়কের ওই অংশ বন্ধ রেখে পাশের দুই ছোট লেনে যান চলাচলের ব্যবস্থা করে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্যাংকলরিটি হাইওয়ে পুলিশ আটক করে। এ ঘটনায় আহত চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত চালকের নাম জানা হয়নি। তিনি আরও জানান, পরে মহাসড়কের ওই অংশে যান চলচল স্বাভাবিক হয়েছে। আপাতত বালু ফেলে সড়কের ওই অংশ চলাচলের উপযোগী করা হয়।

এদিকে সাংবাদিকদের সড়ক বিভাগ বলছে এই দুর্ঘটনার কারণে ওই অংশের সড়ক ড্যামেজ হয়ে গেছে, নতুন করে রাস্তার এই অংশটি আবার নির্মাণ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দল করল বাংলাদেশ

মানিকগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ইরাকে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৬৯

ব্যবসায়ী হত্যা মামলায় একই পরিবারের ৯ জনসহ ১৩ জনের যাবজ্জীবন

জিমেইল থেকে অপ্রয়োজনীয় ইমেইল অটো ডিলিট করবেন যেভাবে

ময়মনসিংহের যে ভবনটি ভাঙা হচ্ছে তা সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়