গাইবান্ধার গোবিন্দগঞ্জে তাঁতী লীগ নেতা এনামুল গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : জামায়াত কার্যালয়ে ভাঙচুর মামলায় গোবিন্দগঞ্জ উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি এনামুল হককে গেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০ টায় গোবিন্দগঞ্জ পৌরসভার চাঁদপুর খলসী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুর ও চুরির মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আজ বুধবার (২৩ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন