ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

বগুড়ার ধুনটে যুবলীগ ও ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

বগুড়ার ধুনটে যুবলীগ ও ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (২৬ জানুয়ারি) উপজেলার রত্মীপাড়া গ্রামের কলম প্রামানিকের ছেলে উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেন। 

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান (৫০), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন (৩৫), পৌর ছাত্রীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন ইবু (২৫), ধুনট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌরভ হোসেন (২২) ও মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সনেট সরকারসহ (২০) ৭৮ নেতাকর্মী।

এই মামলায় অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। এই মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ কর্মী রাব্বি মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রাব্বি ধুনট সদরপাড়ার ঠান্ডু মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয় রয়েছে। সেখানে ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির কার্যালয়ে কর্মী সভায় উপস্থিত নেতা কর্মীদের উপর হামলা চালায়।

আরও পড়ুন

এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। হামলাকারীরা বিএনপির কার্যালয় ও কার্যালয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাংচুর করে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

তবে সে সময় বিএনপির পক্ষ থেকে থানায় মামলা দিতে গেলে তা নেওয়া হয়নি। এখন রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ায় মামলাটি করেন বলে বাদি মামলার আরজিতে উল্লেখ করেছেন। ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিটফোর্ডের ঘটনা ব্যবসা-বাণিজ্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে : র‌্যাব

ইতিহাস গড়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপে ইতালি

গাজায় দেড় মাসে ত্রাণ নিতে যাওয়া প্রায় ৮শ’ ফিলিস্তিনিকে হত্যা

সাবেক আইজিপি মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে : ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা চলবে

বগুড়ায় মটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল তরুণের