ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মুক্তিযোদ্ধার

বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম (৭৫)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার আলমনগর সড়কে অটোরিকশা উল্টে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি নরসিংদী এলাকায় মারা যান।

নিহত আব্দুল করিম আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন।

নিহতের ছেলে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় জানান, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি অটোরিকশা করে আশুগঞ্জ বাজারের দিকে আসছিলেন। এ সময় আলমনগর রোডে অপর একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তাকে বহন করা অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে নরসিংদী পৌঁছালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুট হওয়া মালামাল উদ্ধার, চালকসহ আটক ৩

পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাতের সেই দুই তরুণী আটক

পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

স্ত্রীকে হত্যার পর শ্বশুড়কে লাশ নিয়ে যেতে ফোন দিয়ে পালাল স্বামী

সাতক্ষীরায় টিপুর জামিন