রংপুরের কাউনিয়ায় মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ২৫ বছর আগের লাশ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় স্থানীয় মসজিদের পিছুনে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রায় ২৫ বছর আগে কবর দেয়া সাদা কাপড় মোড়ানো এক ব্যক্তির মরদেহ। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপরে উপজেলার শিবু কুটিরপাড় এলাকায় বাজার মসজিদের পাশে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম হোসেন মুন্সি এবং ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় লোকজন জানায়, সরকারি অর্থয়ানে উপজেলার শিবু কুটিরপাড় এলাকায় বাজার মসজিদের ওয়াস ব্লক নির্মাণ করার জন্য মসজিদের পিছনে মাটি খনন করে রাখে হয়। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বৃষ্টির পানিতে খনন করা জায়গায় মাটি ভেঙে পড়লে সেখানে সাদা কাপড় মোড়ানো কিছু অংশ দেখতে পায় স্থানীয়রা।
আরও পড়ুনখবর পেয়ে মসজিদের ও গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে কাপড় মোড়ানো অবস্থায় মরদেহটি বের করে। কবর থেকে অনেকদিন আগের লাশ বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে লাশটি একনজর দেখতে সেখানে বিভিন্ন এলাকার লোকজন জড়ো হয়। পরে স্থানীয় আলেমদের পরামর্শে সেখান থেকে মরদেহটি শিবু কুটিরপাড় সামজিক কবর স্থানে কবর খুঁড়ে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে।
মন্তব্য করুন