রাষ্ট্রকাঠামো মেরামত ও দেশের জনগণের স্বার্থে ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি - তারেক রহমান

লালমনিরহাট ও কুড়িগ্রাম প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলা একটি বড় বিষয়। পড়াশোনার পাশাপাশি শিশুরা যেন বাধ্যতামূলকভাবে সংস্কৃতি ও খেলাধুলাসহ সব অ্যাক্টিভিটিসে যুক্ত থাকলে শিশুদের যেমন মানসিক বিকাশ ঘটবে তেমনি তাদের শারীরিক বিকাশও ঘটবে। তিনি আরও বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে দেশের জনগণের স্বার্থে তাদের এই ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বিএনপি’র প্রশিক্ষণবিষয়ক দিনব্যাপী কর্মশালায় তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে শেষ বেলায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান।
কর্মশালায় অংশ নেয়া নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ যদিও আয়তনের ক্ষেত্রে বড় দেশ না, তবুও জনসংখ্যার ভিত্তিতে অনেক বড়। লালমনিরহাটের যেমন সাহিত্য ও সাংস্কৃতিক কিছু বৈশিষ্ট্য আছে, তেমনি কুড়িগ্রামের আছে, চট্টগ্রামেও আছে, কুষ্টিয়ার ওইদিকেও আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষ্টি-কালচার ও সংস্কৃতি আছে। সেরকম আলাদা, আলাদা কিছু বৈশিষ্ট্যও আছে। আর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে আমাদের ঐতিহ্য।
তিনি আরও বলেন, বিএনপি যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে দেশিয় কৃষ্টি-কালচারকে সামনে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে। আমরা জানি গত ১৭ বছর বহু সংস্কৃতি কর্মী কষ্টে জীবনযাপন করেছেন। চিকিৎসার অভাবে কষ্টের দিনযাপন করেছেন। যখন দেশনেত্রী খালেদা জিয়ার কাছে সুযোগ ছিল-এমন অনেক সংস্কৃতি কর্মীকে সহযোগিতা করা হয়েছে। আমাদের সামগ্রীক চিন্তার মধ্যে যেটি রয়েছে তা হচ্ছে আমাদের এই কালচারকে এগিয়ে নিয়ে যাবো।
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও কালচারাল একটি বিষয় থাকবে, খেলাধুলার বিষয় থাকবে এবং পড়াশোনার পাশাপাশি শিশুরা যেন বাধ্যতামূলকভাবে সব অ্যাক্টিভিটিসে যুক্ত থাকে, এর ফলে তাদের যেমন মানসিক বিকাশ ঘটবে তেমন শারীরিক বিকাশও ঘটবে। তারেক রহমান বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে দেশের জনগণের স্বার্থে তাদের এই ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি’র প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইকবাল হোসেন শ্যামল। প্রশিক্ষণ কর্মশালায় লালমনিহাট জেলার পাঁচ উপজেলার দুই শতাধিক দলীয় নেতৃবৃন্দ আংশ নেন। কর্মশালায় অংশ নেয়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মনে করেন, তারেক রহমানের ৩১ দফার মধ্য দিয়েই বাংলাদেশের শান্তি ফিরে আসবে, সব সেক্টর দুর্নীতিমুক্ত হবে, দেশে থাকবে না একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা।
আরও পড়ুনআমাদের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ২৫ মিনিট ভার্চুয়ালি কুড়িগ্রামে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি ভার্চুয়ালি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়া নেতাকর্মীদের প্রশ্ন ও প্রস্তাবনা শুনে উত্তর দেন।
সকালে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জেলা শহরের এক কমিউনিটি সেন্টার জেলা বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মশালায় ৩১ দফা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।
এছাড়াও যোগ দেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি’র প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য আকরামুল হাসান মিন্টু ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোনাইন কায়কোবাদসহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
কর্মশালায় অংশ নিয়েছেন জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের ছয় শতাধিক নেতা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের মাধ্যেমে সন্ধ্যায় শেষ হয় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা।
মন্তব্য করুন