বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোভ্যান চালকের মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় গৃহস্থ্যের গোয়ালঘরে মাটি ভরাট কাজের সময় বিদ্যুৎস্পর্শে সাইফুল ইসলাম (৪২) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ২ টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের চক-উলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার চক-উলিপুর গ্রামের আফছার আলীর ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম চক-উলিপুর গ্রামে প্রতিবেশী আব্দুল মান্নানের বাড়ির গোয়ারঘরে দিন মজুরিতে মাটি ভরাট কাজ করছিলেন। ওই গোয়ালঘরের ওপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালনের তার আড়াআড়ি ভাবে টাঙ্গানো ছিল। বাড়ির অদুরে ফসলের মাঠ থেকে অটোভ্যানে করে মাটি নিয়ে ওই গোয়ালঘরে ফেলার সময় অসাবধানতাবসত বিদ্যুতের তারে স্পর্শ লেগে ঘটনাস্থলেই সাইফুল ইসলামের মৃত্যু হয়।
আরও পড়ুনধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আইনী প্রক্রিয়া শেষে দিনমজুর সাইফুল ইসলামের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন