কুমিল্লায় ছাত্র আন্দোলনে হামলার মামলায় কারাগারে ৬ আইনজীবী

নিউজ ডেস্ক: কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান শুনানি শেষে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ছয় আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আইনজীবীরা হলেন- কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভূঁইয়া ও অ্যাডভোকেট জাকির হোসেন। সাবেক এপিপি এ এম এম মহিন, অ্যাডভোকেট জহুর হাসান চৌধুরী সোহাগ পালাতক।
মামলার শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণে ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। তারা আসামিদের বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন। কারাগারে পাঠানোর সময় তারা আসামিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।
আরও পড়ুনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৩ আগস্ট কুমিল্লা পুলিশ লাইনস এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বহু ছাত্র-জনতা আহত হন। গত ১১ আগস্ট কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে মামলা করেন।
কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানান, মামলার মোট আসামি ২৬১ জন। গত ১১ আগস্ট কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় ২৪ জন আসামি আজ আদালতে জামিন শুনানিতে উপস্থিত ছিলেন। ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাদের মধ্যে পলাতক দুই আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার সংগঠক মো. ইনজামুল হক রানা বলেন, “গত বছরের ৩ আগস্টের তাণ্ডবের সঙ্গে অনেক আইনজীবী জড়িত রয়েছেন। তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
মন্তব্য করুন