ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

কাল ব্যাট করার সময় দেখবে রানা কত জোরে বল করে : শান্ত

কাল ব্যাট করার সময় দেখবে রানা কত জোরে বল করে : শান্ত, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ছন্দে থাকা নাহিদ রানাকে নিয়ে সিলেট টেস্টে ভালো কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন আসন্ন সিলেট টেস্টে বাংলাদেশের জন্য এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন।এবার নাহিদ রানা প্রসঙ্গে প্রশংসার বাণী জানিয়ে রাখলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে প্রথম টেস্টের আগের দিন আজ শনিবার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক। আর সেখানে অনেকটা অবধারিতভাবে চলে আসে রানার প্রসঙ্গ। শান্ত অবশ্য ফিরে গেলেন পুরোনো স্মৃতিতে, শোনালেন রানাকে দেওয়া উপদেশের কথা। 

‘আমি সবসময় ওর (রানা) প্রথম দিন থেকেই... অনেক অনেক আগে থেকেই চিনি। আমার রাজশাহী ডিভিশন থেকে খেলেছে। যখন ও কিছুই খেলেনি, অ্যাকাডেমিতে প্র্যাকটিস করত, তখন থেকেই চিনি। তো তখন থেকেই এখনো পর্যন্ত একটা মেসেজ ওকে দিয়েছি। রানা যেন ১৪০ প্লাস গতিতে বল করে। এখনো পর্যন্ত ওই মেসেজটা ক্লিয়ার। আমি আশা করব আগামীকালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে ও যেন ১৪০ প্লাস বল করে।’

আরও পড়ুন

গতকাল সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের ক্রিকেটার শন উইলিয়ামস জানিয়েছিলেন নাহিদ রানার থেকে বেশির গতির বল তারা খেলে অভ্যস্ত। শান্ত অবশ্য সংবাদ সম্মেলনে জানিয়ে রাখলেন আজ, ‘কালকের ম্যাচে নাহিদ যখন বল করবে। বিপক্ষ দল যখন ব্যাট করবে, তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন। যে নাহিদ রানা আসলে কত জোরে বল করে, কেন সে এক্সট্রা অর্ডিনারি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জম্মুতে পাকিস্তানের হামলা ব্যর্থ : জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেপ্তার

ভারতের চন্ডীগড়ে সবাইকে ঘরে থাকার পরামর্শ

কারাগারে পাঠানো হলো আইভীকে

উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র