ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

 হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে গেল আল নাসর

 হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে গেল আল নাসর, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে হেরে গেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। আল কাদসিয়ার মাঠে গিয়ে ২-১ গোলে হেরে আসার সঙ্গে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়লো তারা।এই হারে সৌদি প্রো লিগে তিন নম্বর স্থানেই রইলো রোনালদোর ক্লাব। তবে, এগিয়ে থাকা দুই দলের সঙ্গে লড়াইটা যেমন তীব্রভাবে ধরে রেখেছিলো, সেখান থেকে অনেটা পিছিয়ে গেছে। ২৮ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর নাসর। ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আল হিলাল ও ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ।

ম্যাচটিতে পূর্ণ শক্তির আল নাসরকেই মাঠে নামিয়েছিলেন কোচ স্টেফানি পিওলি। কিন্তু রোনালদো, জন ডুরান, ওতাভিও, মার্সেলো বোজোভিকরা গোল করতে পারেননি। সাদিও মানে শেষ দিকে এসে একটি গোল করতে পারলেও সেটা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের ৩৫তম মিনিটে প্রথম গোল করে স্বাগতিক আল কাদসিয়াকে এগিয়ে দেন তুর্কি আল আম্মার।

আরও পড়ুন

১-০ ব্যবধানেই যেন ম্যাচ শেষ হতে যাচ্ছিলো। কিন্তু ৮৪তম মিনিটে আল নাসরকে সমতায় ফিরিয়ে আনেন সাবেক লিভারপুল তারকা সাদিও মানে। কিন্তু ৮৭ মিনিটে আবারও আল নাসরকে কাঁপিয়ে দেয় পিয়েরে এমেরিক অবামেয়াং। শেষ পর্যন্ত এই গোলটিই হয়ে গেলো জয়-পরাজয় নির্ধারক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস