ভিডিও শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত। প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে হাছেনুর নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ গুলির ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ হাছেনুর সিঙ্গিমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাহিদুল ইসলামের ছেলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নিজ জমিতে ঘাস কাটতে যান হাছেনুর। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ সদস্যরা। সঙ্গে সঙ্গে তিনি জমিতে লুটিয়ে পড়েন। পরে বন্দুকের গোড়া দিয়ে এলোপাথাড়ি মারধর করে তারা। এক পর্যায়ে হাছেনুরকে টেনেহেঁচড়ে ভারতে নিয়ে যায় বিএসএফ। ফলে গুলিবিদ্ধ হাছেনুর জীবিত আছেন কি না মারা গেছেন তা আজ বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুন

এ বিষয়ে কথা হলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, এ ঘটনার পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। বৈঠক শেষে ক্যাম্প কমান্ডার জানিয়েছেন, ওই যুবক আহত অবস্থায় ভারতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে তাকে ফেরত দেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে টোল আদায় করতে গিয়ে জনতার হামলায় ইজারাদারসহ আহত ৪: প্রাইভেট কার ভাংচুর

আইনি নোটিশ নিয়ে যা বললেন ডা. তাসনিম জারা

চলতি বছর ৫ লাখ গাছ লাগাবে ডিএনসিসি

পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা

নওগাঁয় সারি সারি তালগাছ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন অধ্যক্ষ আরিফ

বগুড়ার নন্দীগ্রামে ব্যাটারি চালিত মিনিবাস যাত্রীসেবায় নতুন দিগন্ত