ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

প্রস্তুতি ম্যাচে বড় হার শান্তদের

প্রস্তুতি ম্যাচে বড় হার শান্তদের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রায় প্রস্তুতি ছাড়াই পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামতে হয় শান্তদের। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুর্বল শক্তির এই শাহিনসের কাছেও বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশ দলকে। ৭ উইকেটের ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। 

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩৮.২ ওভারে ২০২ রান করে অলআউট হয়ে যায়। এই রান টপকাতে পাকিস্তান শাহিনস খরচ করে ৩৪.৫ ওভার। ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় তারা। পাকিস্তান শাহিনসের পক্ষে সর্বোচ্চ ৬২ বলে ৭৬ রান করেন মোহাম্মদ হারিস। অপরাজিত থেকে ৬৫ রান করেন মুবাসির খান। বাংলাদেশের তিন বোলার নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান একটি করে উইকেট নেন। প্রস্তুতি ম্যাচ হওয়ার ফলে স্কোয়াডের সবাই ব্যাট করার সুযোগ পান। তবে, উইকেট হবে ১০টা। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। মাহমুদউল্লাহ ও পারভেজ হোসেন ইমন ব্যাট করেননি।

আরও পড়ুন

ব্যাট করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলে বোল্ড হন তানজিদ হাসান তামিম। অন্য ওপেনার সৌম্য সরকার ৩৮ বলে ৩৫ রান করে রানআউট হন। অন্যদের মধ্যেও কেউ ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৫৩ বলে ৪৪ রান করেন মেহেদী হাসান মিরাজ। নাজমুল হোসেন শান্ত ২১ বলে ও তাওহিদ হৃদয় ৩৩ বলে ২০ রান করে আউট হন। অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৭ বলে ৭, জাকের আলী ৫ বলে ৪ ও রিশাদ হোসেন ১৫ বলে ১৪ রান করেন। পেসার তানজিম হাসান ২৭ বলে ৪ চার ও ১ ছক্কার ইনিংসে ৩০ রান করেন। ১৬ বলে ১৫ রান আসে নাসুম আহমেদের ব্যাট থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক জাহিদ

রাজশাহীতে দুই সহযোগীসহ গ্রেফতার অনিন্দ্য ৫ দিনের রিমান্ডে

ভোরের দর্পণ পত্রিকার বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার ইলিয়াসের মায়ের ইন্তেকাল

সালাহ্উদ্দিন লাভলুর নুতন ধারাবাহিক ‘ফুলগাঁও’তে তারা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তিন থানায় নতুন ওসি

র‌্যাব-১৩’র অভিযানে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেফতার