রংপুরের মিঠাপুকুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে বালুবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশির চন্দ্র (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ট্রাক্টরটি আটক করা হলেও টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১৬ এপ্রিল) উপজেলার তরফসাদি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুয়ামাসিমপুর ইউনিয়নের হাছিয়া গ্রামের বাসিন্দা শিশির চন্দ্র নিজ মোটরসাইকেল যোগে মিলনপুর যাচ্ছিলেন। তরফসাদি এলাকায় পৌঁছা মাত্রই বালুবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক্টরটি আটক করা হলেও টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
আরও পড়ুনএ প্রসঙ্গে মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, শুনেছি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে আপোস মিমাংসা করা হয়েছে। থানায় কেউ অভিযোগ করেন নি। তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে।
মন্তব্য করুন