ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

বগুড়া সোনাতলায় পুলিশের কাজে বাধা দেওয়ায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের

বগুড়া সোনাতলায় পুলিশের কাজে বাধা দেওয়ায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের।

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলা উপজেলার পল্লীতে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। থানা সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালী হাঁসরাজ গ্রামের মৃত আফছার আলী মন্ডলের ছেলে মিনহাজ উদ্দিন রাস্তা পারাপারের সময় বালু বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মারা যায়।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয়দের সাথে পুলিশের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে পিছু হটে যায়।

আরও পড়ুন

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৩ জনের নামসহ আরও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরণের কাজে উৎসাহী না হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে মদ্যপানে ২৩ জনের মৃত্যু, বাংলাদেশিসহ ৬৭ জন গ্রেপ্তার

ঝিনাইদহের সাবেক এমপি অপু ঢাকায় গ্রেপ্তার

আজ শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ

জবি নাট্যকলা থেকে শিল্পকলায় দেশে প্রথম মঞ্চায়িত হচ্ছে গ্রীক নাটক 'তর্পন বাহকেরা'

বিসিবিতে যোগ দিতে আজ ঢাকায় আসছেন অ্যালেক্স মার্শাল

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টস ভঙ্গ মামলায় পুলিশ সদস্য গ্রেপ্তার