ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

‘সরকার ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে’ 

‘সরকার ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে’ , ছবি: সংগৃহীত।

গত ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকার সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, এখন পর্যন্ত ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আরও বলেছেন, আওয়ামী লীগ সরকারের ভুল পদক্ষেপের কারণে সামগ্রিক অর্থনীতি সমস্যার মুখে পড়েছে। মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমছে। আগামী দুই মাসের মধ্যে বোরো ধান উঠলে চালের বাজারে স্বস্তি আসবে।

মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্র একপেশেভাবে শুল্ক আরোপ করেছে। রফতানি বেশি, আমদানি কম— এমন দেশ হিসেবে যুক্তরাষ্ট্র অন্যতম। ফলে শুল্কের বিষয়টি অবশ্যই ভাবনার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার।

আরও পড়ুন

শুল্ক সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে সরকারের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাবে বলেও জানান শেখ বশিরউদ্দীন।শেখ বশিরউদ্দীন আরও বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে ব্যবসায়িক খরচ ২ হাজার কোটি টাকা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এটা শূন্য টাকা থেকে মাইনানে আনার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, পাকিস্তান, ভারত ও চীনের সঙ্গে বাণিজ্যে কোনো সমস্যা নেই। দেশের স্বার্থেই সবার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে প্রায় ৩শ’ মরিচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

৩১ দফা দেশের জনগণের মুক্তির রূপরেখা- মহিদুল ইসলাম রিপন

নওগাঁর পোরশায় ডাকাতি মামলার চার আসামি গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে সালিশে চুরির অপবাদ দেয়ায় এক ব্যক্তির আত্মহত্যা

লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ঘর ব্যবহার হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট : রোগীদের দূর্ভোগ